নীলফামারীর সৈয়দপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশন। দীর্ঘদিন থেকে এলাকায় সমাজ সেবামুলক কার্যক্রম পরিচালনা করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। এ সংগঠনের এক ঝাঁক তরন যুবক নিজ নিজ অর্থ দিয়ে এলাকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর এদেরকে সহযোগিতা করছেন এলাকার কতিপয় সাদা মনের প্রবীন ব্যক্তি। ওই সংগঠনটির এবারের উদ্যোগ একজন মানুষের সবচেয়ে মহামুল্যবান অঙ্গ চোখ।
তাই দিনাজপুর গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অসহায় মানুষের ফ্রিতে চোখের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ১১ অক্টোবর শহরের কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় একদিনের বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে সৈয়দপুরের প্রায় কয়েক শতাধিক নারী পুরুষকে দেয়া হয় চিকিৎসা।
চোখের পরীক্ষা, লেন্স স্থাপন,ছানি অপারেশন এবং ওষুধপত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবা চলে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে ৩০ জনকে ছানি অপারেশন করাব জন্য নির্বাচন করা হয়।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন প্রবাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তারিকুল আলম আরবী। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সাজিদ আলী, সাধারণ সম্পাদক আসগার আলী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ আশরাফী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোক্তার আলী,জাফর,সনু,মুন্না, সোহেল,আবিদ,আব্দুর রউফ,সাংবাদিক নওশাদ আনসারীসহ সুধীজন।
শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন গাক চক্ষু হাসপাতাল দিনাজপুরের চক্ষু বিশেষজ্ঞ ডা.মো. মোহাইমিনুল ইসলাম। সহযোগিতা করেন কো-অর্ডিনেটর মো.মেরাজ মহসিন সনুর নেতৃত্বে হাসপাতালের ৬ জন সদস্য।