চন্দনাইশে পল্লী বিদ্যুতের বদলির দাবিতে অফিস ঘোরাও মানববন্ধন

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) :
| আপডেট: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ পিএম
চন্দনাইশে পল্লী বিদ্যুতের বদলির দাবিতে অফিস ঘোরাও  মানববন্ধন

চট্টগ্রামের  চন্দনাইশের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ডিজিএম ফখর উদ্দিনকে বদলির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রাহকরা। রোববার সকালে উপজেলার  দক্ষিন গাছবাড়িয়া বুলার তালুক, নাথ পাড়া,ও পাল পাড়ায় প্রায় ৫ শতাধিক গ্রাহকের  ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায়  পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন  গ্রাহকরা।  এ সময় গ্রাহকরা ডিজিমের বিরুদ্ধে নানান শ্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশ, সেনা বাহিনী এবং এলডিপি নেতা আয়নুল কবির  ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আপনার জেলার সংবাদ পড়তে