ব্যবসায়িক সমিতির প্রীতি ফুটবল ম্যাচের ট্রফি উন্মোচন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৫:০২ পিএম
ব্যবসায়িক সমিতির প্রীতি ফুটবল ম্যাচের ট্রফি উন্মোচন

বগুড়ার ক্রীড়াঙ্গনে জমজমাট এক আয়োজনের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আগামী (১৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায়  টিএমএসএস মোবাইল মার্কেটের সামনে প্রীতি ফুটবল ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়েছে হয়েছে 

খেলায় মুখোমুখি হবে বগুড়ার দুই জনপ্রিয় দল - টি.এম.এস.এস ফুটবল একাদশ বনাম শরীফা ট্রেড সেন্টার ফুটবল একাদশ। স্থানীয় ফুটবল অনুরাগী এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ম্যাচটিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ম্যাচের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

আয়োজন করছে টি.এম.এস.এস মোবাইল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, ব্যবসায়ীদের ব্যস্ত জীবনে একটু বিনোদন ও স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ম্যাচের উদ্বোধন করবেন বগুড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবকরা। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে নতুন বছরের খেলাধুলার মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলকে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কারে ভূষিত করা হবে। মাঠজুড়ে থাকবে উৎসবমুখর পরিবেশ, উপস্থিত দর্শকদের জন্য থাকবে বিশেষ আসন ও জলখাবারের আয়োজনও।

খেলার আয়োজক টি.এম.এস.এস মোবাইল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলেন, “খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা চাই, তরুণরা খেলাধুলার মাধ্যমে দলবদ্ধতা ও শৃঙ্খলার মূল্যবোধ শিখুক।”

সব মিলিয়ে, ১৭ অক্টোবরের সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি বগুড়াবাসীর জন্য হবে এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে