নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রাতে শহরের মুন্সিপাড়া নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ব্যবসায়ি আশরাফ হোসেন ওই সংবাদ সম্মেলন ও গণসমাবেশের আয়োজন করেন। এতে এলাকার সহস্রাধিক নারী,পুরুষ ও সুধিজন অংশ নেয়। সংবাদ সম্মেলনে আশরাফ হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনায়, ছেলে আওয়ান আশরাফ। লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত আশরাফ হোসেন পজেশন ভাড়া নিয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। পরবর্তীতে ২০২৩ সালের ১০ মে ওই দোকানটি মৃত মঈন সিদ্দিকীর ছেলে রাসেদ সিদ্দিকীর কাছ থেকে ২৫ লাখ টাকায় পজেশন ক্রয় করেন। এ জমির মুল মালিক বাংলাদেশ রেলওয়ে। তাই আমার বাবা রেলওয়ের বিভাগীয় প্রধান ভূ-সম্পত্তি অফিস পাকশি থেকে বাণিজ্যিক ভূমি হিসাবে বন্দোবস্ত নেন। তারপর রেলওয়ের বিধি অনুযায়ি নিয়মিত রেন্ট বা ভাড়া পরিশোধ করেন আগামি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। আমাদের ভোগদখলীয় ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে গত ৮ অক্টোবর মঈন সিদ্দিকীর ছেলে রাশেদ সিদ্দিকী,খালেদ সিদ্দিকী,সাঈদ সিদ্দিকী কন্যা মাহমুদা খাতুন,পুত্রবধু সিমা সিদ্দিকী,মঈন সিদ্দিকীর স্ত্রী সাফতারা বেগমসহ আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দোকানে প্রবেশ করে এবং হামলা চালায়। লুটপাট করে দোকানের কয়েক লাখ টাকার লামামাল তছনছ করে। ক্যাশে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।
এর আগে গত ১৫ জুলাই কয়েকজন লোক এসে দোকান ছেড়ে দেয়ার হুমকি দিয়ে যায়। আমার বাবা শান্তিপ্রিয় মানুষ তাই তিনি অস্থায়ি নিষেধাজ্ঞার দাবিতে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত নীলফামারীতে একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর আদালত বাদী বিবাদীর বক্তব্য শুনে এবং কাগজপত্র পর্যালোচনা করে বাদীর পক্ষে স্থিতিবস্থা আদেন দেন। এটি বহাল থাকবে মুল মালিকানা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।
আদালতের আদেশ উপেক্ষা করে বিবাদী বার বার আমার বাবাসহ পুরো পরিবারের ওপর হুমকি দিচ্ছে। নানাভাবে সমাজে হেয় প্রতিপন্ন করে চলছে। আমার বাবাসহ আমার পরিবার নাকি ভুমিদস্যু,দখলবাজ। তাদের এ ধরনের অপপ্রচারে আমাদের পরিবারের সম্মান ক্ষুন্ন হচ্ছে। আমরা বৈধভাবে দোকান মালিক। মহামান্য আদালতও আমাদের পক্ষে রায় দিয়েছেন। অথচ তারা আজ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে। ওই মিথ্যে মামলায় জড়ানো হয়েছে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, দোকান মালিক আশরাফ হোসেন ও তার বড় ভাই সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রষ্ঠ কাউন্সিলর ব্যবসায়ি আক্তার হোসেন ফেকুকে। অথচ ওই মানুষগুলো সমাজে অত্যন্ত ভাল মনের মানুষ।
সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু,ব্যবসায়ি আশরাফ হোসেন ও তার বড় ভাই সাবেক কাউন্সিলর আক্তার হোসেন ফেকু। এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি ইলিয়াস আলী।