মুন্সীগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি শুরু

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ পিএম
মুন্সীগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ী ভাড়া সহ অন্যান্য দাবীতে এবং  ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের  বলপ্রয়োগের প্রতিবাদে  সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের  বে-সরকারী এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে  কর্মবিরতি শুরু হয়েছে। আজ সোমবার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে  শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন এবং শ্রেণি কার্য্যক্রম থেকে বিরত থাকেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমান বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মুন্সীগঞ্জ সদর উপজেলার সভাপতি হৃদয় কৃঞ্ষ মন্ডল ঢাকায় শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 




সরাইলে চিংড়ি মাছে জেল পুশ, ব্যবসায়ির জরিমানা ও কারাদন্ড

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওজন বৃদ্ধির জন্য চড়া মূল্যের চিংড়ি মাছের মাথায় জেল ঢুকিয়ে ব্যবসা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ি। বিষয়টি একাধিকবার ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। ক্রেতাদেরও অভিযোগ ছিল। সোমবার সকালে হাতেনাতে ধরা পড়েন মো. উদয় (২৫) নামের এক ব্যবসায়ি। পরে ভ্রাম্যমান আদালতে তাকে গুনতে হয় জরিমানা। বরণ করতে হয় কারাদন্ড। 

ইউএনও’র দফতর সূত্র জানায়, গতকাল সকালে সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড় বাজারে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন। অভিযানকালে তিনি চিংড়ি মাছের মাথায় জের পুশ করে বিক্রির দায়ে হাতেনাতে মো. উদয় নামের এক ব্যবসায়িকে ধরে ফেলেন। ওজন বৃদ্ধির জন্য এমন অপকর্মের দায় স্বীকার করায় উদয়কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। উদয় সরাইল সদরের বেপারিপাড়ার রজব আলীর ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে