তৃতীয় সিজন নিয়ে আসছে স্কুইড গেম

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩২ এএম
তৃতীয় সিজন নিয়ে আসছে স্কুইড গেম

এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজগুলোর মধ্যে একটি ‘স্কুইড গেম সিজন ২’। গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে এটি। এরপর থেকেই সিরিজটি রয়েছে আলোচনায়। এর মাঝেই জানা গেল এর তৃতীয় সিজন আসছে। যার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই এর তৃতীয় সিজনের শুটং শুরু হয়েছে। যার একটি ছবিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। দ্বিতীয় সিজন সাজানো হয়েছে ৭ পর্বে। সিরিজটির শেষ ভাগে তৃতীয় সিজন আসার বার্তা রেখেই শেষ করা হয়। এর আগে দ্বিতীয় সিজনের পোস্টারের ট্যাগলাইনও লোখা থাকে, ‘খেলা শেষ হবে না’। ২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সে সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে।