স্পাইডার-ম্যান চরিত্রে আবারও দেখা যেতে পারে অ্যান্ড্রু গারফিল্ডকে, এমন জোর গুঞ্জন চলছে মার্ভেল ভক্তদের মাঝে। ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ (২০১২) ও ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান ২’ (২০১৪)-এর পর অ্যান্ড্রুর স্পাইডার-ম্যান সিরিজ বন্ধ হয়ে গেলেও, ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ তার চমকপ্রদ উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়ায়। এবার জোর গুঞ্জন, অ্যান্ড্রু গারফিল্ডকে আবারও স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যেতে পারে বহুল প্রতীক্ষিত মার্ভেল ফিল্ম ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এ। সম্প্রতি এমটিভির একটি সাক্ষাৎকারে এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, গারফিল্ড রহস্যজনকভাবে বলেন, তোমরা জানবে! আমি যেটা বলছি, সেটা কি বিরক্তি? নাকি অন্য কিছু? আমি জানি না। তোমরা নিজেরাই জানবে। তার এই উত্তর আরও জল্পনা বাড়িয়ে তুলেছে যে, তিনি হয়তো ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন মার্ভেলের পরবর্তী বড় প্রজেক্টে অংশ নেওয়ার জন্য। মাল্টিভার্স এখন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে উন্মুক্ত, যেখানে নো ওয়ে হোম-এ টম হল্যান্ডের পিটার পার্কারের টাইমলাইন ম্যানিপুলেশনের মাধ্যমে টোবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ড- দু’জন পুরনো স্পাইডার-ম্যানই এসে পড়েন ‘সেক্রেড টাইমলাইন’-এ। ফলে গারফিল্ডের ফিরে আসার সম্ভাবনাও আরও বেড়ে গেছে। অ্যান্ড্রু তার আগ্রহের কথা জানিয়ে বলেন, আমি হিউ জ্যাকম্যানকে খুব পছন্দ করি। উল্লেখ্য, হিউ জ্যাকম্যান ফের উলভারিন চরিত্রে ফিরছেন ‘ডেডপুল অ্যান্ড ওলভারিন’ (২০২৪) ছবিতে। এছাড়াও তিনি বলেন, টম হার্ডি ভেনম চরিত্রে দুর্দান্ত কাজ করেছেন। এমনকি তিনি স্পাইডার-ভার্স সিরিজের প্রশংসাও করেন, আমি স্পাইডার-ভার্স সিনেমাগুলো খুবই ভালোবাসি। লর্ড আর মিলার দারুণ কাজ করছেন। প্রসঙ্গত, স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স ছবিতে গারফিল্ডের সিনেমার আর্কাইভ ফুটেজও ব্যবহৃত হয়েছে। ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করবেন ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-খ্যাত জো ও অ্যান্থনি রুসো। সূত্র বলছে, এই ছবিগুলোতে অনেক মৃত চরিত্রও ফিরতে পারে মাল্টিভার্সের কল্যাণে। এমনকি, রবার্ট ডাউনি জুনিয়রও ফিরবেন কিন্তু আয়রন ম্যান হিসেবে না, ডক্টর ডুম হিসেবে।