ব্রাহ্মণবাড়িয়া বাল্যবিয়ে প্রতিরোধে কর্মসূচি

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:১১ এএম
ব্রাহ্মণবাড়িয়া বাল্যবিয়ে প্রতিরোধে কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া পলিসি ফোরামের (ডিপিএফ) ডিসেম্বর মাসের মাসিক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ডিপিএফ- এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.আরজু মিয়া। সভায় উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ডিপিএফ-এর সম্মানিত সহ সভাপতি এস এন তাপসী রায়, সদস্য এস এম শাহিন, মো. তাহের উদ্দিন ভূঁইয়া, মো. আশিকুর রহমান, নিলুফা ইয়াছমিন, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, শিরিন বেগম, মদিনা বেগম, মো. আলমগীর মিয়া প্রমূখ। বক্তারা বলেন, আগামী মাসে ব্রাহ্মণবাড়ি জেলা শহরে ও সরাইলে বাল্যবিয়ে প্রতিরোধে একাধিক উঠান বৈঠক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি হাজির হয়ে একাধিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের আরো সচেতন করা হবে। সভায় বাল্যনিয়ে ও মাদক প্রতিরোধে সমগ্র জেলায় পর্যায়ক্রমে কাজ করে যাওয়ার অঙ্গিকার সদস্য সকল সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে