রুমাইছা হাসপাতাল বন্ধের দাবী

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৫:০০ পিএম
কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর রুমাইছা হাসপাতালে ঘটনাটি ঘটে। নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি উপজেলার চাপাইর গ্রামের আবিরের স্ত্রী। পরিবারের অভিযোগ, খাদিজা আক্তারকে প্রসব ব্যথা নিয়ে শনিবার রাতে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের পর অবস্থার অবনতি হলে তরিঘরি করে ভুল রক্ত পুশ করা হলে তার মৃত্যু হয়। নিহতের স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল বন্ধ ঘোষণার দাবি করেছেন। এ বিষয়ে রুমাইসা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন জানান বিষয়টি আমরা অবগত হয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি কমিটির সদস্যরা আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবেন এরপর ইউএনও মহোদয় কে সাথে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
আপনার জেলার সংবাদ পড়তে