সাকিবের সেই চলচ্চিত্র নিয়ে মুখ খুললেন মেঘলা মুক্তা

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ পিএম
সাকিবের সেই চলচ্চিত্র নিয়ে মুখ খুললেন মেঘলা মুক্তা

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২ বছর আগে ‘সবকিছু পেছনে ফেলে’ নামের একটি চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১২ সালে কক্সবাজারে শুরু হয়েছিল ছবিটির শুটিং। পরিকল্পনা ছিল টানা ১০ দিন সাকিবের অংশের দৃশ্য ধারণের। কিন্তু মাঝপথেই তিনি শুটিং বন্ধ করে দেন, আর সেই সঙ্গে থেমে যায় সিনেমার কাজও।

পরিচালক রাজিবুল হোসেন জানিয়েছেন, এক পর্যায়ে সাকিব জানিয়ে দেন তিনি আর শুটিং করবেন না। বারবার অনুরোধ করেও তাকে রাজি করানো যায়নি। “অনেক স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলাম। সাকিব আল হাসান ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, প্রফেশনাল ক্ল্যাপস্টিক দিয়েই দৃশ্য ধারণ হয়। কিন্তু পরে তিনি বিষয়টি অস্বীকার করলে প্রজেক্টটি ঝুলে যায়,” বলেন পরিচালক। তার মতে, “আমি চাইলে সাকিবকে বাদ দিয়েও সিনেমাটি শেষ করতে পারতাম। কিন্তু একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা বানানো যায় না।”

সম্প্রতি এই পুরোনো ঘটনার খবর আবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন বিতর্ক। কেউ বলছেন, সাকিব আসলে একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন, আবার কেউ দাবি করছেন, এটি ছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশ।

সেই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। মেঘলা বলেন, “আমি বুঝলাম না এত বছর পর এই প্রসঙ্গ কেন উঠছে! তখন তো কেউ কিছু বলেনি। আর সাকিব আল হাসানের সঙ্গে পরিচালকের বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল নাকি সিনেমার—এটা আমাদের জানানো হয়নি।”  

তিনি আরও বলেন, “আমরা সবাই জানতাম এটা একটা চলচ্চিত্র। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। সাকিব ভাই আমাদের সঙ্গে শুটিং করেছিলেন, এমনকি কক্সবাজারে একটি গানের দৃশ্যও ধারণ হয়। পরে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু কেন, সেটা জানি না।”

সাকিব আল হাসান যদিও এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি, তবে নির্মাতা ও সহশিল্পীর বক্তব্যে পুরোনো বিতর্কটি নতুন করে আলোচনায় এসেছে।