যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগে আনন্দ শোভাযাত্রা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:০৯ পিএম
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা করেছে সেনবাগ উপজেলা যুবদল। মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদলের আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, পৌরসভা যুবদল সভাপতি মোকারম হোসেন,ে সক্রেটারী এমাম হোসেনের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, কাবিলপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন মহিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল,সহ ৯টি ইউনিয়ন ও একটি পৌর সভার সভাপতি ,সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে