সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবি রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ পিএম
সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবি রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের ওপর চলমান অত্যাচার ও সীমাহীন হয়রানির বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। শুক্রবার দিবাগত গভীর রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাড. আনোয়ার হোসেন সুমনকে নিজবাসভবন থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও ইতোমধ্যে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের অন্তত নয়জন নেতাকর্মী এবং বাসদ সিলেট জেলা কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় হুঁশিয়ারি জানিয়ে অবিলম্বে সকলের মুক্তি দাবি করা হয়েছে। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল হাকিম মাইজভান্ডারি শনিবার এক বিবৃতিতে বলেন, সরকার যখন সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছে সেসময় সিলেটে স্থানীয় প্রশাসন এবং স্বার্থান্বেষী মহল এই ধরনের যানবাহনের ওপর দমন-পীড়ন শুরুর মাধ্যমে সমাধান হতে যাওয়া একটি সমস্যাকে আরও ঘনীভূত করেছে। এই সমস্যায় ইতিমধ্যে বেশ কয়েকজন শ্রমিকনেতাকে গ্রেফতার করে কারান্তরীণ রাখা হয়েছিল। ইতিমধ্যে তারা জামিনে মুক্তি পাওয়ার পর এবং শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন শুরু করায় নতুন করে গণগ্রেফতার শুরু করা হয়েছে। যা সমস্যাকে আরও প্রকট করে তুলবে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিদ্বেষপ্রসূত ও ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছেন যা বাংলাদেশের অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করে ও দেশের নাগরিকের  আন্দোলন করার সাংবিধানিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা। সিলেটে রিকশা-শ্রমিক ও আন্দোলনের নেতৃবৃন্দের ওপর চলমান চরম জুলুম-নির্যাতন, গ্রেফতার, হুলিয়ার প্রতিবাদে আজ বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দ ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি জানিয়েছেন নেতৃবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে