কিশোরগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০২:২৭ এএম
কিশোরগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি,প্রয়াত সাবেক শ্রমিক নেতাদের রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া'র সহযোগিতায়  শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বুধবার পহেলা জানুয়ারি সকাল ১১ টায় কিশোরগঞ্জ রথখোলা মাঠে শীতার্তদের মাঝে ১৫'শ কম্বল বিতরণ করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও প্রয়াত সাবেক শ্রমিক নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত  করা হয়। কিশোরগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আনোয়ারুজ্জামান তারিকের সভাপতিত্বে ও জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি এবি সিদ্দিকের সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা,সদর উপজেলার সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহবুব,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ১৫'শ কম্বল গরিব ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের বলেন ,আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

আপনার জেলার সংবাদ পড়তে