দাকোপ উপজেলা সদর চালনায় আপন ডেন্টাল কেয়ার উদ্বোধন হয়েছে। বুধবার দাকোপ উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী প্রধান অতিথি হিসাবে এই ক্লিনিকের উদ্বোধন করেন। দন্ত বিভাগে দাকোপে বেসরকারী পর্যায়ে উন্নত চিকিৎসার অভাব পুরনে চালনা ক্লিনিকের নিচ তলায় নতুন অধ্যায়ের সূচনা হল আপন ডেন্টাল কেয়ার উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ’র আমির মাওলানা মোঃ আবু সাইদ, উপজেলা হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ ডাঃ সন্তোষ কুমার মজুমদার, ডাঃ অভিজিত শিকদার, ডাঃ অইত্রি মৃধা, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ শেখ আঃ ছাত্তার, ডাঃ তন্ময়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, প্রভাষক আমিনুর রহমান, চালনা ক্লিনিকের পরিচালক পাবক মিস্ত্রি, সাংবাদিক আলমগীর হোসেন, চালনা ক্লিনিকের ম্যানেজার উৎপল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আপন ডেন্টাল কেয়ারের ডেন্টাল সার্জন ডাঃ মোঃ সেলিম রেজা। সব শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের ইমাম হাফেজ শাহআলম মীরের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।