সোনারগাঁয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০২:৫০ এএম
সোনারগাঁয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি মোগরাপাড়া-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পিরোজপুর ইউটার্ণে এসে শেষ হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে র‌্যালীতে সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদল নেতা শাহজালাল আহমেদ, সিফাত আদনান, শাহাদাত হোসেন রনি, আশিকুর রহমান, সৈয়দ কবির হোসেন, ইউনুস খাঁন, শরিফ হোসেন, সজিব আহমেদ বাশার, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে এক সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম প্রধান, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে