ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, খরচ বেড়েছে ২০ শতাংশ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, খরচ বেড়েছে ২০ শতাংশ

ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানিয়েছেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে।

সোমবার আমিনুল হাকিম জানান, “নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।”