ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৭ এএম
ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা  হয়েছে। বেলা ১১ টা থেকে একাধারে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়,সফিয়াা পাইলট উচ্চ বিদ্যালয়, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিতকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে তারুন্যের উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুকুুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অমল কুমার, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক কুলসুম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহাবুব উর রহমান, ধামইরহাট সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ।  উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, ১১৩ টি প্রাথমিক, ২০টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে বই বিতরণ করা হবে। এবং মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মাধ্যমিক ২৯টি, মাদ্রাসা ২৪টি,ভোকেশনাল এবং ইবতেদায়ী মাদ্রাসায় সরকারি সরবরাহ সাপেক্ষে পর্যায়ক্রমে সকল বই বিতরণ সম্পন্ন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে