নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ীর মালিক মোঃ মোজাহারুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এটি ঘটেছে ৩১ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার খোদ্দ বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার পাড় গ্রামে। অভিযোগে জানা যায়,জমি নিয়ে প্রতিবেশী খতিবুল ও কালাম গং এর মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। মামলার বাদি মোজাহারুল জানান,হঠাৎ করে ওইদিন খতিবুল,কালাম,জীবন ,রকিউল,মোজাফফর,ওই ওয়ার্ড মেম্বার রবিউলের ছেলে লিটন,তার জামাই সাগরসহ আরো কয়েকজন দলবল নিয়ে আমার বাসায় অতর্কিত হামলা চালিয়ে দরজা,জানালা,ভাংচুর করে। একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বাসায় ডয়ারে রাখা ২ ভরি স্বর্ন ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আমার বাবা নুর ইসলাম ও মা মোছাঃ মর্জিনা বেগমকে বেধড়ক মারপিট করা হয়। মর্জিনা বেগমের হাতের কয়েকটি আঙ্গুল কেটে রক্তাক্ত করে হামলাকারীরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।