সংলাপ বলতে বলতেই মঞ্চেই শেষ নিঃশ্বাস শুভাশীষের

এফএনএস বিনোদন
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৩:৪৭ পিএম
সংলাপ বলতে বলতেই মঞ্চেই শেষ নিঃশ্বাস শুভাশীষের

শিল্পী জীবনের আলো নিভে গেল মঞ্চেই। অভিনয়ের মধ্যেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেতা শুভাশীষ ঠাকুর। ৩ নভেম্বর রাতে পশ্চিম বর্ধমানের কাঁকসায় যাত্রা মঞ্চে অভিনয়ের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে থিয়েটার জগতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে কাঁকসার তপোবন সিটি আবাসনে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে রুটিনমাফিক যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছিল। শুভাশীষ ঠাকুর অভিনয় করছিলেন পরশুরামের চরিত্রে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্য অনুযায়ী সংলাপ বলার সময় হঠাৎ করেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে সবাই ভেবেছিলেন, হয়তো অভিনয়ের অংশ এটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, তিনি আর নড়ছেন না।

সহশিল্পী ও আয়োজকরা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই প্রবীণ শিল্পী। তবে ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পরিবার।

পুরুলিয়ার বাসিন্দা শুভাশীষ ঠাকুর দীর্ঘদিন ধরে থিয়েটার ও যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে পরিবারসহ থাকতেন তিনি। স্থানীয়রা জানাচ্ছেন, তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও সবার প্রিয় মানুষ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সহশিল্পী, প্রতিবেশী ও দর্শকরা।

স্থানীয় এক যাত্রানির্মাতা বলেন, “অভিনয় ছিল তাঁর প্রাণ। শেষ মুহূর্ত পর্যন্ত মঞ্চে ছিলেন, সংলাপ বলছিলেন, তারপরই চলে গেলেন। এর চেয়ে করুণ দৃশ্য আর কী হতে পারে!”

শুভাশীষ ঠাকুরের আকস্মিক মৃত্যু থিয়েটার জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সহকর্মীরা। তাঁরা বলছেন, শুভাশীষ ছিলেন সেই বিরল শিল্পীদের একজন, যিনি মঞ্চকে জীবন বলে মেনেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে গেছেন।