বিতর্কের মাঝেও ৫ দিনে ১০ কোটি রুপি আয় করল ‘দ্য তাজ স্টোরি’

এফএনএস বিনোদন
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৩:৫৬ পিএম
বিতর্কের মাঝেও ৫ দিনে ১০ কোটি রুপি আয় করল ‘দ্য তাজ স্টোরি’

বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য তাজ স্টোরি’ মুক্তির মাত্র ৫ দিনে ভারতে আয় করেছে ১০ কোটি রুপি। ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তুষার গোয়েল পরিচালিত, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়াল। মুক্তির আগে ‘ঐতিহাসিক তথ্য বিকৃতির’ অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা হয়, যা পরবর্তীতে খারিজ করা হয়।

মুক্তির পর দর্শক ও সমালোচকরা সিনেমার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অধিকাংশ সমালোচক পাঁচে মাত্র দুই রেটিং দিয়েছেন। স্যাকনিল্কের প্রতিবেদনে দেখা গেছে, সিনেমার প্রথম দিনের আয় ১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২ কোটি রুপি, তৃতীয় দিনে ২.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে ১.১৫ কোটি রুপি এবং পঞ্চম দিনে ১.৬ কোটি রুপি। মোট ৫ দিনে ভারতে আয় হয়েছে ১০ কোটি রুপি, বিদেশে সিনেমাটি একটাও টাকাও আয় করতে পারেনি।

চলচ্চিত্রটির মুক্তির আগে টিজার ও পোস্টার প্রকাশিত হয়, যেখানে দেখা যায় পরেশ রাওয়াল তাজমহলের গম্বুজ খুলছেন এবং তার ভেতর থেকে ভগবান শিবের মূর্তি বের হয়ে আসছে। এটি সাম্প্রদায়িক ও ঐতিহাসিক সত্যতার বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে। অ্যাডভোকেট শাকিল আব্বাস তখনই মুক্তি বন্ধের জন্য দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন।

‘দ্য তাজ স্টোরি’ ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত। গল্প যৌথভাবে রচনা করেছেন তুষার গোয়েল ও সৌরভ এম. পান্ডে। পরেশ রাওয়ালের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকির হোসেন, অমরুতা খানভিলকর, নমিত দাস, স্নেহা বাগ ও শিশির শর্মা। যদিও সমালোচকরা বিষয়বস্তু নিয়ে সমালোচনা করেছেন, বক্স অফিসের আয় দেখাচ্ছে সিনেমা দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।