অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম; কালীগঞ্জ, গাজীপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ এএম
অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

 গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।  ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট বাটায় বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার (১ জানুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ১টি মামলায় ৫০,০০০/- জরিমানা আদায় করেন।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি কেটে ইট খলায় বিক্রয় করে আসছে। ইতিপূর্বে মাটি না কাটার জন্য তাদের সতর্ক করা হয়েছে। তার পরও মাটি কাটা অব্যাহত রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে