কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে গতকাল বুধবার দুপুর ১২ টায় ৩৬ জুলাই আন্দোলনে শহিদ রাহুলের নামে প্রধান ফটক উদ্ভোধন করেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল। শহিদ রাহুল বাজিতপুর সরকারি কলেজের ২০২০-২০২১ সালের শিক্ষার্থী ছিলেন। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য আন্দোলনে অংশ গ্রহণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফটক উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ দাস নান্টু, বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক ফয়েজ আহাম্মদ মিঠু প্রমুখ।