বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াত শিবিরের ৫ নেতা কর্মীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় প্রদান করেছেন। খালাস প্রাপ্ত আসামীরা হলেন শিবির নেতা রাফি ইবনে জামান সিনা, হাদিসুর রহমান মাসুম, আবু সোমান সরকার , সাজ্জাদুর রহমান সাকিব ও রাজিব বসুনিয়া।
মামলার বিবরনে জানা গেছে ২০২০ সালের ২৪ জানুয়ারী রংপুর নগরীর লালবাগ এলাকার একটি বেসরকারী ছাত্রবাস থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর মেট্রোপলিটান পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মেট্রোপলিটান কোতয়ালী থানার এস আই মুর্শিদ আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা দায়ের করে।
তদন্ত শেষে এস আই এরশাদ আলী ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলাটি বিচারের জন্য রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক কৃষ্ণকান্ত রায়ের আদালতে আসে। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে শিবিরের ৫ নেতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় সকল আসামীকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার আসামী পক্ষে ছিলেন রবিউল ইসলাম এ্যাডভোকেট ও কাওছার আলী এ্যাডভোকেট।
রায় ঘোষনার পর আসামী পক্ষের আইনজীবী এ্যডভোকেট রবিউল ইসলাম বিজ্ঞ আদালতের দেয়া রায়ে সন্তোষ্টি প্রকাশ করে বলেন স্বৈরাচারী আওয়ামী বাকশালী চক্র দীর্ঘ সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের নামে মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা দায়ের করে যে নির্যাতনের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলো মামলার রায়ে সত্যটাই প্রতিফলিত হয়েছে। অপর দিকে সরকার পক্ষের আইনজিবী আদালতে উপস্থিত না থাকায় তার মন্তব্য জানা যায়নি।