শেরপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৩ এএম
শেরপুরে  ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 শেরপুরে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী   ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ) সকালে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তাদের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এছাড়াও জেলা ছাত্রদলের আয়োজনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

অন্যদিকে থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন আহমেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফের নেতৃত্বে শহরের নিউমার্কেট চত্বর থেকে পৃথক আরো একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয় । এ সময় ছাত্রদলের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে