রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ কর্মীর মৃত্যু

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪১ পিএম
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে বগুড়া - রংপুর মহাসড়কের নাহার এগ্রো নামক স্থানে মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ২ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এম মনসুর হাসপাতালে চিকিৎসা অবস্থায় ফরিদুল ইসলামের  ৩০)মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী ওমর আলী (৩৫) টিএম এস এস মেডিকেল কলেজও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুের কোলে ঢলে পড়েন। ওমর ফারুক  চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক। ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে এবং একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, বিএনপির নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে