দাবি আদায়ে আজ তীব্র আকারে আন্দোলনে নামবে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০১:১৪ এএম
দাবি আদায়ে আজ তীব্র আকারে আন্দোলনে নামবে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

আড়জ পূর্বঘোষণা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কঠোর আন্দোলনে যাচ্ছেন। মূলত বেতন বৈষম্য দূরীকরণ ও নিজেদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে তাঁরা এমন আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেওয়া হয়।

‎দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা সরাসরি দশম গ্রেডের দাবিতে মাঠে নামছেন।

‎এরআগে শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৮ নভেম্বর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

‎চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করছে।

‎শিক্ষকদের ভাষ্য, পুলিশের সাব-ইন্সপেক্টর, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। অথচ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বারবার উপেক্ষিত হচ্ছেন।

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষকরা এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের প্রতিনিধি মো. মহিব উল্লাহ শিক্ষকদের এই আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

‎৩টি প্রধান দাবির মধ্যে রয়েছে

‎১. দশম গ্রেড প্রদান: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান।

‎২. উচ্চতর গ্রেড সমস্যার সমাধান: ১০ বছর ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা ও সমস্যার স্থায়ী সমাধান।

‎৩. শতভাগ পদোন্নতি: সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

‎এই দাবিগুলো শুধু বেতনের বিষয় নয়, বরং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পেশাগত মর্যাদা ও প্রণোদনার বিষয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার চত্বর থেকে সরে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।

আপনার জেলার সংবাদ পড়তে