শনিবার ভাসানী জনশক্তি পার্টির সিলেট অঞ্চলের সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য তালুকদার মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আজীবন সম্রাজ্যবাদবিরোধী লড়াই সংগ্রামের মহানায়ক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকৃতিম বন্ধু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আগামী ১৭ই নভেম্বর ৪৯ তম মৃত্যু বার্ষিকী। বাংলাদেশের মানুষের দাবি ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। মাওলানা ভাসানীর মৃত্যু দিবসকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।পাঠ্যপুস্তকে মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন কাহিনী গল্প আকারে তুলে ধরতে হবে। শেখ রফিকুল ইসলাম বাবলু আরো বলেন বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে তিনি বলেন যারা নিরপেক্ষতা হারিয়েছে অবিলম্বে তাদের বাদ দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকারের আদলে উপদেষ্টা পরিষ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রুটিন মাফিক কাজ করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন একটি দল দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভাসানী জনশক্তি পার্টি অরাজকতা চায়না। গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনে অংশ গ্রহণকারী ৪২ টি দলকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুর্থানের পর দীর্ঘ আট মাস জাতীয় ঐক্যমত্য কমিশন এবং ৩৩টি রাজনৈতিক দল মিলে “জুলাই জাতীয় সনদ” তৈরি করা হয়েছে তা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ তৈরী হবে। এই মুহূর্তে প্রয়োজন জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা। সভাপতি তার বক্তব্যে বলেন দেশকে নিয়ে আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন মাওলানা ভাসানের আদর্শ প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের বৈষম দূর করা সম্ভব নয় তাই সবাইকে ভাসানী জনশক্তি পার্টিতে যোগদান করার আহ্বান জানান। উক্ত গণসমাবেশে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাবুল বিশ্বাস, এডভোকেট মোহাম্মদ আলী, বিলকিস খন্দকার,মোহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।