বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ায় সময় দ্রুতগামী বাসের চাপায় মো: সামিরুল ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। সে তার বাবার সাথে কাটাখালী একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। সেই সুবাদে তারা কাটাখালী এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৯ নভেম্বর) সামিরুল ইসলাম বাসা থেকে বের হলে কাটাখালী এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী সেতু পরিবহর নামে একটি বাস তাকে চাপা দেয়। পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: উত্তম পাল জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।