চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ১১:৩১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল হাসান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি রইস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত হাসিবুল হাসান (২৩) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি-ঘাটিয়ালপাড়ার আব্দুস সালামের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে মিস্ত্রিপাড়ার একটি দ্বিতল বাড়ির বাইরের অংশে পলেস্তারার কাজ করছিলেন হাসিবুলসহ কয়েকজন শ্রমিক। এ সময় হাসিবুল বিদ্যুৎ সঞ্চালন খুঁটির তারে জড়িয়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি রইস উদ্দীন বলেন, ঘটনার পর পুলিশ হাসিবুলের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে