ফতেপুর ও ফরহাদাবাদে সভায় হাটহাজারী জামায়াত প্রার্থী আব্দুল মালেক চৌধুরী

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:০১ পিএম
ফতেপুর ও ফরহাদাবাদে সভায় হাটহাজারী জামায়াত প্রার্থী আব্দুল মালেক চৌধুরী

 অপশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এই নির্বাচন' এমনটি বলছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।

দাঁড়িপাাল্লা বিজয়ে লক্ষ্যে হাটহাজারীর ধলই ও ফতেপুর ইউনিয়নে রোববার  পৃথক মত  বিনিময়   সভায় তিনি বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুর্নীতি, অপশাসন ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। দেশ প্রেমিক, শান্তিপ্রিয় ও বঞ্চিত ভোটার জ বিনিনতা এ সুযোগকে কাজে লাগাতে এখন দাঁড়িপাল্লার পক্ষে সবচেয়ে বেশি ঐকবদ্ধ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। ভোটাধিকার প্রয়োগে জনগুরুত্বপূর্ণ এ দাবি পূরণে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হলে জাতিকে আবারো চরম মূল্য দিতে হতে পারে।'

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এম এ  বাশার।

ধলই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন সেক্রেটারী মো. সেলিম উদ্দিন চৌধুরী, কাজী আবুল কালাম, সরওয়ার উদ্দিন সোহেল, জিয়া উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম দুলাল, মাওলানা ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এর আগে হাটহাজারী পৌরসভা, ফতেপুর ও ফাহাদাবাদ ইউনিয়নে মতবিনিময় সভার আয়োজন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে