দৈনিক উচ্চকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ এএম
দৈনিক উচ্চকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন

সময়ের সাহসী পত্রিকা দৈনিক উচ্চকন্ঠের অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ছলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। নিউজ পোর্টালের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাব কালীগঞ্জ এর সভাপতি সিনিয়ার সাংবাদিক জাকারিয়া হোসেন, দৈনিক সমকাল ও দৈনিক স্পন্দন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব সাংবাদিক রুহুল আমিন সৌরভ। এরপর স্বাগত বক্তব্য রাখেন, পত্রিকাটি প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি। যায়যায়দিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি তারেক মাহমুদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার টিপু সুলতান, দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, জিটিভি’র ওয়ালিয়ার রহমান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হাবিব উসমান, কালের কন্ঠ পত্রিকার নয়ন খন্দকার, নয়া দিগন্তের গোলাম রসুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার এনামুল হক সিদ্দিক, মানব জমিন পত্রিকার তোফাজ্জেল হোসেন তপু, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, দৈনিক ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টু, দৈনিক  মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান সোহাগ, খোলা কাগজের কামরুজ্জামান তোতা, দৈনিক রানার পত্রিকার হুমায়ুন কবির সোহাগ, আমাদের সময় পত্রিকার মানিক ঘোষ, নাগরিক টিভি’র মিশন আলী, জিটিভি’র ক্যামেরা পার্সন শেখ রিয়াজ, বর্ণময় বাংলাদেশ এর এহতেশাম রফিক, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী শাহবুদ্দিন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অনলাইন নিউজ পোর্টালের অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব সাংবাদিক রুহুল আমিন সৌরভ। অনুষ্ঠানে বক্তারা পত্রিকার অনলাইন পোর্টালটি সামাজিক দ্বায়বদ্ধতা কাধে নিয়ে সমাজ ও দেশের উন্নয়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে