বাজিতপুরে চালের বাজার অস্থির, মধ্যবিত্তরা বিপাকে

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০২:৫২ এএম
বাজিতপুরে চালের বাজার অস্থির, মধ্যবিত্তরা বিপাকে

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীসহ হাওর অধ্যুষিত উপজেলা গুলোতে চালের বাজার অস্থির হয়ে পড়েছে। গত ১৫ দিন আগেও চালের বাজার স্থিতিশীল অবস্থায় ছিল। প্রতি কেজিতে ৪-৫ টাকা চালের দাম বেড়েছে। ৫০ কেজি বস্তায় ২০০-২৫০ টাকা বেড়েছে। সরকার কোনো মতেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত কয়েকদিন আগে ৫০ কেজি বস্তায় ৩,০০০ টাকা ছিল। সে বস্তা বর্তমানে ৩,২০০-৩,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে ঘুরে দেখা  গেছে  বর্তমানে বি.আর ২৮ চাউল প্রতি কেজি ৬৫ টাকা, বি.আর ২৯ প্রতি কেজি চাউল ৬৮-৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। কাটারি ভোগ ২৫ কেজি বস্তা ৩,৩০০ টাকা, নাজির শাইল প্রতি বস্তা ৩,৪০০ টাকা। নাম প্রকাশ না করা শর্তে গতকাল বৃহস্পতিবার কয়েকজন ব্যবসায়ী জানানা তাদেরকে বিভিন্ন্ বাজার থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে। সেই কারণে চালের বাজার অস্থির হয়েছে বলে জানা গেছে। তবে আমন ধান উঠার পরেও এ বাজারের চালের দাম আরও উর্ধ্বগতি হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে