মাদারীপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:১০ পিএম
মাদারীপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু'জন নিহত হয়েছেন। এ সময় আহত বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটায় কুন্ডুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-বাসের সুপারভাইজার নুরুজ্জামান (৪৫) ও সহকারী মারুফ (২৪)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালকিনি উপজেলার ভুরঘাটার কুন্ডুবাড়ী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারুফ নিহত হন এবং সুপারভাইজার নুরুজ্জামানকে গুরুতর আহত হন। আহত অবস্থায় নুরুজ্জামানকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে বাসের হেলপার মারুফের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে