কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি ”মোঃ রাব্বী মোল্লা”

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৫ পিএম
কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছেতথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু কোনো নীতি-নির্দেশ নয়; এটি সাংবাদিকতা, সাহিত্য ও জনমতের পবিত্র অঙ্গনের এক চিরন্তন অঙ্গীকার। আজকের পৃথিবীতে, যেখানে তথ্যের বন্যা আমাদের অবিরাম গ্রাস করে, সেখানে সত্য ক্রমেই মূল্যবান, আবার দুর্লভও হয়ে উঠছে। তথ্যের সংখ্যা যত বাড়ছে, সত্যের অবস্থান ততই কঠিন হয়ে যাচ্ছে। কারণ তথ্য আর সত্য এক জিনিস নয়তথ্য হতে পারে আংশিক, বিকৃত বা বিভ্রান্তিকর; কিন্তু সত্য কখনোই নয়। সাংবাদিকতার শুরু থেকেই পৃথিবী দেখেছে, একটি কলম মানুষের চিন্তা বদলে দিতে পারে, একটি সত্য উচ্চারণ সমাজের পথ পরিবর্তন করতে পারে। আবার একইভাবে, বিকৃত তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত লেখা মানুষকে ভুল পথে পরিচালিত করতেও সক্ষম। তাই কলমের প্রকৃত দায়িত্ব হলো তথ্যকে নয়, তার পেছনের সত্যকে সামনে আনাযে সত্য মানুষকে আলোকিত করে, নৈতিকতাকে শক্ত করে, সমাজকে সঠিক পথে চলতে সাহায্য করে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সবাই যেন একেকটি চলমান সংবাদমাধ্যম। সবাই তথ্য ছড়াচ্ছে, মন্তব্য দিচ্ছে, মত তৈরি করছে। কিন্তু দায়িত্ববোধ কি সেই অনুপাতে বাড়ছে? আমাদের মনে রাখতে হবেযে কলম সত্য বহন করে না, যে শব্দ ন্যায়ের পক্ষে দাঁড়ায় না, সে শব্দ যত সুন্দরই হোক, তা শেষ পর্যন্ত সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের প্রয়োজন সত্যমুখী লেখক, নিরপেক্ষ সাংবাদিক, ন্যায়পরায়ণ কলমযারা ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে জবাবদিহি করবে। যারা মানুষের প্রতি, সমাজের প্রতি, ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকবে। কারণ কলমের শক্তি কেবল তার ভাষায় নয়; তার শক্তি নিহিত থাকে তার সততায়। তাই আজ আবার বলতে হয়কলমের দায়িত্ব তথ্যের নয়; সত্যের প্রতি। এই নীতি রক্ষা করলেই কলম সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেআলো, ন্যায় ও মানবিকতার পথে।

আপনার জেলার সংবাদ পড়তে