সাপাহারে অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩০ পিএম
সাপাহারে অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সাপাহার উপজেলায় অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার শীতলডাঙ্গা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম শুক্রবার (১৪ নভেম্বর) সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার কৈকুড়ী মৌজার আরএস খতিয়ান নং ১১ ও ৩৪-এর হাল দাগ নং ৪৫৮/৪৮৩ এবং ৪০৭-মোট সোয়া ১২ শতাংশ জমি তিনি ওয়ারিশসূত্রে মালিকানা পেয়ে প্রায় ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। জমিটি নিয়ে পূর্বে বিরোধ দেখা দিলে সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং-৪০/২০১৪ অঃ প্রঃ) দায়ের হয় এবং আদালত সিরাজুলের পক্ষে রায় প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের আনারুল ইসলাম, ডালিম ও ইমরান পরস্পর যোগসাজশে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ঘটনাস্থলে গেলে তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। আত্মরক্ষায় তিনি সেখান থেকে পালিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ আছে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম ও আতাউর রহমানসহ অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে দাবি করেন সিরাজুল।

তিনি আরও জানান, উক্ত জমি নিয়ে আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ অবৈধভাবে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় আবেদন করেছেন।

সাপাহার থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে; এ বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নোটিশ জারি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে