রাজশাহী-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে নেতাকর্মীরা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
রাজশাহী-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে নেতাকর্মীরা
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন মহাসড়কে শুয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পবার নওহাটা বাজারে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা রায়হানুল আলম রায়হানের সমর্থকেরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন। এর প্রতিবাদে রায়হানের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। নওহাটা বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কলেজ মোড়ে পৌঁছালে বিক্ষোভকারীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। কেউ কেউ মহাসড়কে শুয়েও পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন। এদিকে এ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সন্ধ্যায় পবার দারুশা বাজারেও বিক্ষোভ হয়েছে। বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরকে মনোনয়ন দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করেন তার সমর্থকেরা।
আপনার জেলার সংবাদ পড়তে