ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নাসিরনগর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অরুণ জ্যােতি ভট্টাচার্য্য(৪৬) নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের অতুল প্রসাদ ভট্টাচার্য্য ছেলে । তিনি নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও পৃথক অভিযানে ভলাকুট ইউনিয়ননর সাধন গ্রামের মৃত যতীন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকারকে (২৯) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকছুদ আহম্মদ জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ধারাবাহিকভাবে ‘ডেভিলহান্ট অভিযান’ পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে রোববার রাতে এই অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের এই নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
তিনি জানান,‘আইনের শাসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিরনগর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো নাশকতা বা অরাজকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’ তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।