জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে প্রতিবেশী দেশে আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এমন দাবি জানান নাহিদ।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক। সবকিছুর বিচারের রায় আজ আমরা পেয়েছি। মানবতাবিরোধী রায়ে হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানাচ্ছে এনসিপি। তবে এ রায়েই আমরা সন্তুষ্ট নই, কার্যকর হলে সন্তুষ্ট হব। সেদিনই জুলাই আহত ও শহিদ পরিবাররা শান্তি পাবে।”
‘আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। পৃথিবীব্যাপী এই রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ঐতিহাসিক এই রায়ের পেছনে সব রাজনৈতিক দল ছাড়াও আহত ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে বিচারের মধ্যদিয়েই আওয়ামী লীগের বিচারিক ফয়সালা দেশের মাটিতেই দেখতে পাবো, ইনশাআল্লাহ’-উল্লেখ করেন তিনি।
‘ভবিষ্যতে বিচারকাজে যেন বাধা না আসে সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার কথা। নির্বাচন পরবর্তী সময়েও যাতে ট্রাইব্যুনালের কার্যক্রমে কোনো বাধা না আসে। কোনো ধরনের বাধা-বিপত্তি যাতে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’-যোগ করেন নাহিদ ইসলাম।