গাজীপুরের রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় ফিনিক্স নামে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৯ নভেম্বর দুপুর ১টার দিকে কারখানায় আগুন দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং পুরো কারখানা এলাকায় আতঙ্ক তৈরি হয়।
ফায়ার সার্ভিসের গাজীপুর অঞ্চলের উপ সহকারী পরিচালক মো. মামুন জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রথমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে পরিস্থিতি মোকাবিলায় আরও ইউনিট যোগ করা হয়। মোট নয়টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কেমিক্যাল কারখানায় দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। কারখানার ভেতরে কোনো কর্মী আটকা পড়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে স্থানীয় মানুষজন জড়ো হয়ে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছেন। আগুন নেভানোর পাশাপাশি আশপাশের স্থাপনা নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ।