রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫ ) রাতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় বেদে পল্লীতে এবং পুরান বাজার হরিসভা এলাকার মেঘনা নদীর তীরে বসবাসকারী পরিবারের ২৫০টি বাড়িতে গিয়ে শীতার্ত মানুষদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। রাতে তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা ওই এলাকার ২৫০টি অসহায় পরিবার। হরিসভা এলাকার কৃষ্ণা ঋষি বলেন, নদীর পাড় আমাদের বাড়িঘর থাকায় এতে আমরা খুব বেশি কষ্ট পাচ্ছি। কেউ আমাদেরকে একটা শীতবস্ত্র দেয়নি। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার আমাদের বাসায় ঢুকে কম্বল দিয়েছেন। এটা সত্যি অকল্পনীয়। চাঁদপুরে প্রচণ্ড শীতের কষ্ট লাঘব করতে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন, চাঁদপুর। মানবসেবার এই মহতী কার্যক্রম চলমান থাকবে জানান জানান এনডিসি আসাদুজ্জামান সরকার।