গাবতলী উপজেলা বিএনপি দপ্তর ‎সম্পাদক পান্না মাস্টারের মৃত্যু

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
গাবতলী উপজেলা বিএনপি দপ্তর ‎সম্পাদক পান্না মাস্টারের মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কে এমন পান্না মিয়া হৃদক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

‎বুধবার (১৯ নভেম্বর) ‌‌১১টায় অসুস্থ বোধ করলে তাকে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কে এমন পান্না মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে