তিন দশক পর বিশ্বকাপে স্কটল্যান্ড

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
তিন দশক পর বিশ্বকাপে স্কটল্যান্ড

হ্যাম্পডেন পার্কের ইতিহাস শুরু সেই ১৯০৩ সালে। দীর্ঘ যাত্রায় এই মাঠ হয়েছে সংখ্য মহারণের সাক্ষী। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি অলৌকিক রাত। শেষ হলো স্কটল্যান্ডের দীর্ঘ অপেক্ষার। প্রায় তিন দশক পর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ ফুটবল বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে স্কটিশরা। সেই স্বপ্ন পুরণ আবার অবিশ্বাস্য এক লড়াইয়ের পর-এক ওভারহেড কিক, ২২ গজের দুর্দান্ত শট এবং মাঝমাঠ থেকে করা এক গোলের মাধ্যমে! গত মঙ্গলবার রাতে বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। স্কট ম্যাকটমিনে, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, কিয়েরান টিয়ের্নি এবং কেনি ম্যাকলিন স্কটল্যান্ডের পক্ষে গোলগুলো করেন। ডেনমার্কের গোল দুটি করেন রাসমুস হয়লুন্দ এবং প্যাট্রিক দরগু। ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরল স্কটিশরা।