আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান ও তার প্রধান সহযোগী সম্পর্কে ঘোষিত রায়ের প্রতিক্রিয়ায় ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেছেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় আমাদের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রকে ব্যবহার করে জনতার ওপরে দমন-পীড়নের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্রুত এ রায় কার্যকর করার ব্যবস্থা করে জনতার রুদ্ররোষ প্রশমিত করাই রাষ্ট্রপক্ষের প্রধান কাজ। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, এই রায়ে আবেগআপ্লুত হয়ে কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে কোনভাবেই জড়ানো সমর্থন যোগ্য নয়। পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিলো। সেই চক্রের প্রধান সম্পর্কে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশেল পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সন্মান ও বেদনা আবারো ব্যক্ত করছি। শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশকে ভবিষ্যতেও ফ্যাসিবাদমুক্ত রাখতে এই রায় কার্যকর ভুমিকা রাখবে।