রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন, পুলিশ বলছে পরিকল্পিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:৪০ এএম
রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন, পুলিশ বলছে পরিকল্পিত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টাপাশে ইউ লুপ ব্রিজের নিচে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কিং করে রাখা বাস থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসে আগুন লাগার কিছুক্ষণ পর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তিনি বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

এ ঘটনার পর হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, পার্কিং করা বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত যায়। তিনি জানান, “বাস কেন বা কীভাবে পুড়ল, সেটি আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।” পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা প্রাথমিকভাবে কোনো সম্ভাব্য কারণ নিশ্চিত করতে পারেননি।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা বাড়ায় নিরাপত্তা সংস্থাগুলো অতিরিক্ত সতর্ক রয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। একইভাবে ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগি, নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় এবং ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তদন্তও চলছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বাসে অগ্নিসংযোগটি পরিকল্পিত নাশকতা কিনা, তা যাচাই করছে।

আপনার জেলার সংবাদ পড়তে