পাওয়ার টিলার ট্রলি চালাতে গিয়ে শিশুর মৃত্যু

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ পিএম
পাওয়ার টিলার ট্রলি চালাতে গিয়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পাওয়ার টিলার ট্রলি চালাতে গিয়ে ১ শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ০৪ঠা জানুয়ারী সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের হালিম মিয়ার পাওয়ার টিলার  ট্রলির ওই দিন ড্রাইভার না থাকায় একই গ্রামের বেলাল মিয়ার শিশু ছেলে নূর আলম (১৩) ওই পাওয়ার টিলার ট্রলি নিয়ে মাঠের জমিতে গোবর সার দিতে যায়। ওই গোবর সার জমিতে দিয়ে পাওয়ার টিলার ট্রলি  ভর্তি মাটি নিয়ে বাড়িতে  ফেরার সময় রাণীগঞ্জ-কামদিয়া সড়কে ঘোড়াঘাট উপজেলার কুন্দারণপুর নামক স্থানে পাওয়ার টিলার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ১টি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে শিশু নূর আলমের মৃত্যু ঘটে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে