ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য বৈঠক

ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। সফরের শুরুতেই নানা রাষ্ট্রীয় আয়োজনে অংশ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নিচ্ছেন ভুটানের সরকারপ্রধান।

সকালে শেরিং তোবগে ড্রুক এয়ারের ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইউনূস এবং তোবগের মধ্যে সংক্ষিপ্ত আলোচনাও হয়। পরে তিনি Savar জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর পর দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বকুলের চারা রোপণ করেন।

স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতার সময় উপদেষ্টা ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সালামের অংশ হিসেবে সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে শেরিং তোবগের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় বলে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরের পরবর্তী অংশ হিসেবে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে