চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন সিঁড়ি সমতল না থাকায় যাত্রী দুর্ভোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন সিঁড়ি সমতল না থাকায় যাত্রী দুর্ভোগ

দেশের অন্যতম লঞ্চঘাট ও নদীবন্দর চাঁদপুর। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ থমকে আছে দীর্ঘদিন। পুরাতন স্থাপনায় চলছে ব্যস্ততম এই লঞ্চঘাটের কার্যক্রম।

বর্ষা শেষে এখন শীত মওসুমের শুরুতেই চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন সিঁড়ি সমতল না থাকায় বেড়েছে যাত্রী দুর্ভোগ। বিআইডব্লিউটিএ'র লঞ্চঘাট ব্যবস্থাপনায় হাই ওয়াটার - লো ওয়াটার ম্যানেজমেন্ট করে বসানো লঞ্চঘাট পন্টুন সংযোগ সিঁড়ি এখন উঁচু- নিচু অবস্থায় রয়েছে। এতে নৌযাত্রীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে লঞ্চে উঠানামা করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পন্টুনঘাটের দুইদিকের যাত্রী পারাপারের সিঁড়ি দুটি অনেকটাই উঁচু নিচুতে রয়েছে। এমন পরিস্থিতিতে খাড়া সিঁড়িতে পা রাখতে হচ্ছে যাত্রীদের।  সেখান দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবির দৃশ্যতে এমনটাই দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই এই সমস্যার দিকে। 

আপনার জেলার সংবাদ পড়তে