পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ পিএম
পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পিটুনিতে আহত এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার ভোররাতে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলাল এর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের পরিচয় পাওয়া না গেলেও সবুজ হাওলাদার (৫৫) নামের আহত  আটক ডাকাতের বাড়ী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পিরোজপুর থানা পুলিশ। 

ইউপি সদস্য দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, রোববার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে ৭ থেকে ৮ জনের ডাকাত দল আনুমানিক রাত ২ টার দিকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেও দরজা খুলতে বাধ্য করে। ডাকাতরা ঘওে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি কওে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য মূল্যবান জিনিষ নিয়ে যাওয়ার সময় তাদেও চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। এসময়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও দু’জন স্থানীয়দের হাতে ধরা পড়ে। গণপিটুনি দিলে  ওই দু’জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পিরোজপুর সদও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে।  

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক রাধা রমন এর নেতৃত্বে পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে