মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের মোবাইল ব্যবসায়ী মোঃ রায়হান (২৭) কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছে। রায়হানের বাড়ি সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন মোহাম্মদপুর গ্রামে। সে ওই গ্রামের চুনা হাজ্বীর নতুন বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে,নিহত রায়হান ফেনীতে মোবাইল সহ বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করতো। রবিবার বিকেলে সে মোবাইলের যন্ত্রাংশ মালামাল ডেলিবারি দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রামে যায়। সেখান থেকে সে ফের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রবিবার দিবাগত সোমবার রাত ২টার দিকে চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়।