চিতলমারীতে একই দিনে ২ অপমৃত্যু

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৫:২৫ পিএম
চিতলমারীতে একই দিনে ২ অপমৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে একই দিনে দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার লড়ারকুল গ্রামের মৃত: সৌয়েদ মাঝির ছেলে মোঃ দাউদ মাঝি (৫০) তার বাড়ি থেকে প্রায় ৬০ গজদুরে নিরোদ মজুমদারের ঘেরের টমেটো ক্ষেতে ঈদুর মারার জন্য বিদ্যুতের তারে গুনার ফাঁদ সংযোগ করায়, নিজের তৈরি করা ফাঁদে জড়িয়ে মৃত্যুবরণ করেন। সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অপর দিকে একই দিনে সকাল সাড়ে ১০টায়, উপজেলার কুরাল তলা গ্রামের শাহিন শেখের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের দরজা বন্দ করে আড়ার সাথে ওড়না বেঁধে গলে ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছেন।  চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, এব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয়ের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে